পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র শিল্প দপ্তরের ক্যাবিনেট মন্ত্রীর দুয়ারে আংশিক সময়ের শিক্ষক সংগঠন

পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র শিল্প দপ্তরের ক্যাবিনেট মন্ত্রীর দুয়ারে আংশিক সময়ের শিক্ষক সংগঠন 

part time teacher



পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশন, পশ্চিমবঙ্গ -এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র শিল্প দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্র নাথ সিনহাকে সম্বর্ধনা প্রদান ও কলেজের পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের যেভাবে 60 বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণ করা হয়েছে,একইভাবে বিদ্যালয়ের পার্টটাইম শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের 60 বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণের দাবিতে দাবিপত্র ও স্মারকলিপি প্রদান করা হয়।

১৭ জুলাই পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ এই সংগঠনের বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র শিল্প দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সম্বর্ধনা ও দাবিপত্র স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সংগঠনের বীরভূম জেলা কমিটির সভানেত্রী ইন্দুমতী ঘোষ ও জেলা কমিটির অন্যান্য সদস্য গোপী কান্ত হাজরা, কৃষ্ণা ঘোষ, স্বর্ণ শ্রী চৌধুরী,নন্দিনী ঘোষ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকার ।

চন্দ্রনাথ সিনহা সংগঠনের সংবর্ধনা ও দাবিপত্র স্মারকলিপি গ্রহণ করেছেন এবং স্থায়ীকরণের বিষয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

1/Post a Comment/Comments

  1. Las Vegas casino: 10 best hotels and shows - DRMCD
    › › Downtown › › Downtown Looking for great deals? Compare prices 안성 출장안마 on rooms from 35 계룡 출장마사지 stores to find the 세종특별자치 출장샵 best deal for 강릉 출장샵 you. Save up to 60% on room rates with 고양 출장안마 our Deal or No Deal

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন