খুব ভালবাসি, ফিরে এসো-স্ত্রীর দ্বিতীয় শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসা স্বামী
picture credit: social media |
নেট দুনিয়ায় ভাইরাল হতে সময় লাগেনা। কখন কি ভাইরাল হবে তা বলা মুস্কিল। এইতো কদিন আগে বর্ধমানের গুসকরার একটি ঘটনা সামনে আসতেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
নতুন করে বিয়ে করা প্রাক্তন স্ত্রীর বাড়ির সামনে ব্যানার নিয়ে ধরনায় বসল প্রাক্তন স্বামী। যদিও তেমনভাবে কোন গোলমাল করেনি সে। স্ত্রী তার সঙ্গে ফিরবেনা জানাতেই উঠে চলে যায় সে।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলকোট এলাকার সারঙ্গপুর গ্রামের বাসিন্দা অনির্বাণ বিশ্বাসের সঙ্গে বছর দুয়েক আগে বিবাহ হয় ভাতারের রায়রামচন্দ্রপুর নিবাসী সঙ্গীতা ঘোষের।
যদিও প্রেম করেই পালিয়ে গিয়ে বিয়ে করেছিল তারা। কিন্তু বিবাহ সুখের হয় নি। মাস তিনেক পেরোতে না পেরোতেই শুরু হয় অশান্তি।
সঙ্গীতার অভিযোগ, তার ওপর মানসিক নির্যাতনও চালাত অনির্বাণ। যার জেরে শেষপর্যন্ত বাপের বাড়িও চলে আসে সঙ্গীতা।
একটি মন্তব্য পোস্ট করুন