বিএসএফ জওয়ান এবং স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প এবং বৃক্ষরোপণ কর্মসূচি

বিএসএফ জওয়ান এবং স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প এবং বৃক্ষরোপণ কর্মসূচি

bsf, tree plantation


মধুসূদন রায়,কোচবিহারঃ কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধার ১৪৮ ব্যাটেলিয়ান বিএসএফ ডি কোম্পানি, আমরা সীমাহীন স্বেচ্ছাসেবী সংগঠন ও ভারতীয় রেডক্রস সোসাইটির যৌথ উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প এবং বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় রবিবার । এদিন সকাল দশটা নাগাদ অনুষ্ঠানের সূচনা হয় এবং শেষ হয় সন্ধ্যা ছয়টা নাগাদ । এদিন অনুষ্ঠান শুরুর আগে ও পরে স্যানিটাইজেশন করা হয় । এদিন ভারতীয় বিএসএফ জওয়ানরা ভারত বাংলাদেশ কাঁটাতারের সীমান্তে ভারতীয় বোর্ডারের রাস্তার পাশে এবং বসাকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পেয়ারা, কাঁঠাল সহ বিভিন্ন রকমের মোট একশোটি চারাগাছ রোপণ করেন ।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চ্যাংড়াবান্ধা ১৪৮ ব্যাটেলিয়ান বিএসএফ ডি-কোম্পানির জওয়ানরা, মেডিক্যাল ক্যাম্পের ডাক্তার, স্থানীয় প্রাক্তন প্রধান-পঞ্চায়েত সদস্য, ভারতীয় রেডক্রস সোসাইটির সদস্যরা সহ আমরা সীমাহীন এর পুরো টিম । এদিন মেডিক্যাল ক্যাম্পে ৩০০ এর বেশি মানুষ অংশগ্রহণ করেন ।

জানা গেছে, ভারতীয় রেডক্রস সোসাইটির সদস্যরা এদিন মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন এবং আমরা সীমাহীন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্যানিটাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয় । সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভারতীয় বিএসএফ এর জওয়ানরা ।



0/Post a Comment/Comments