বিএসএফ জওয়ান এবং স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প এবং বৃক্ষরোপণ কর্মসূচি
মধুসূদন রায়,কোচবিহারঃ কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধার ১৪৮ ব্যাটেলিয়ান বিএসএফ ডি কোম্পানি, আমরা সীমাহীন স্বেচ্ছাসেবী সংগঠন ও ভারতীয় রেডক্রস সোসাইটির যৌথ উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প এবং বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় রবিবার । এদিন সকাল দশটা নাগাদ অনুষ্ঠানের সূচনা হয় এবং শেষ হয় সন্ধ্যা ছয়টা নাগাদ । এদিন অনুষ্ঠান শুরুর আগে ও পরে স্যানিটাইজেশন করা হয় । এদিন ভারতীয় বিএসএফ জওয়ানরা ভারত বাংলাদেশ কাঁটাতারের সীমান্তে ভারতীয় বোর্ডারের রাস্তার পাশে এবং বসাকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পেয়ারা, কাঁঠাল সহ বিভিন্ন রকমের মোট একশোটি চারাগাছ রোপণ করেন ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চ্যাংড়াবান্ধা ১৪৮ ব্যাটেলিয়ান বিএসএফ ডি-কোম্পানির জওয়ানরা, মেডিক্যাল ক্যাম্পের ডাক্তার, স্থানীয় প্রাক্তন প্রধান-পঞ্চায়েত সদস্য, ভারতীয় রেডক্রস সোসাইটির সদস্যরা সহ আমরা সীমাহীন এর পুরো টিম । এদিন মেডিক্যাল ক্যাম্পে ৩০০ এর বেশি মানুষ অংশগ্রহণ করেন ।
জানা গেছে, ভারতীয় রেডক্রস সোসাইটির সদস্যরা এদিন মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন এবং আমরা সীমাহীন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্যানিটাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয় । সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভারতীয় বিএসএফ এর জওয়ানরা ।
একটি মন্তব্য পোস্ট করুন