একাধিক দাবি নিয়ে হাওড়া ময়দানে বিক্ষোভ এসএফআইয়ের

একাধিক দাবি নিয়ে হাওড়া ময়দানে বিক্ষোভ এসএফআইয়ের

sfi


অভিজিৎ ব্যানার্জী, হাওড়া: শিক্ষা ব‍্যবস্থাকে রক্ষা করতে ধাপে ধাপে স্বাস্থ‍্য বিধি মেনে অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ‍্যালয় খোলার দাবিতে। 

বিশ্বভারতীতে স্বৈরাচারী VC-র বিরুদ্ধে প্রতিবাদী তিন ছাত্রের সাসপেনশন্ প্রত‍্যাহারের দাবিতে। হাওড়া বিজয়কৃষ্ণগালর্স কলেজে বর্দ্ধিত ফি মকুবের দাবিতে। 

সাধারণ ছাত্রীদের অন্দোলনকে সংহতি জানিয়ে শনিবার হাওড়া ময়দানে বিক্ষোভ দেখালো এসএফআই কর্মীরা। হাতে নিজেদের দাবি সম্মিলিত প্লাকাট নিয়ে এই বিক্ষোভে সামিল হয় তার। 

মূলত এসএফআই হাওড়া জেলা কমিটির ডাকে হাওড়া ময়দানে সংঘটিত এদিনের এই বিক্ষোভ কর্মসূচী। যেখানে কোভিড বিধি মেনে এদিনের এই বিক্ষোভে সামিল হয় এসএফআই কর্মীরা।

0/Post a Comment/Comments