বন্ধ জল্পেশের শ্রাবণী মেলা, ভক্তদের জন্য খোলা থাকছে মন্দিরের প্রবেশদ্বার
মধুসূদন রায়, ময়নাগুড়িঃ প্রতি বছর শ্রাবণ মাসের গুরুপূর্ণিমার দিন থেকে জল্পেশ মন্দিরে ভক্তরা আসেন বাবা শিবের মাথায় জল ঢালতে । ফলে এক মাস ধরে চলতে থাকা শ্রাবণী মেলায় ভক্তদের ভিড় উপচে পড়ে । শ্রাবণ মাসের প্রত্যেক রবিবার রাতে ভক্তরা জল্পেশে আসেন । রাত জেগে সোমবার শিবের মাথায় জল ঢেলে ভক্তরা বাড়ি ফিরে যান ।
উত্তরবঙ্গ সহ প্রতিবছর রাজ্যের বাইরে থেকেও প্রচুর পূর্নার্থীর সমাগম হয় । এমনকি পাশ্ববর্তী দেশ নেপাল, ভূটান, বাংলাদেশের লক্ষাধিক ভক্ত জল্পেশ মন্দিরে পুজো দিতে আসেন । ফলে 'বোল-বোম' ধ্বনিতে ভরে যায় জল্পেশ সংলগ্ন এলাকা । এমনকি তিস্তা নদীতে পূর্ণস্নান সেরে সেখান থেকে জল নিয়ে ভক্তরা পায়ে হেঁটে মন্দিরে আসেন । অপরদিকে মেলার আগেই পসরা সাজিয়ে বসতে দেখা যায় বিভিন্ন দোকানদারদের । নিরাপত্তার দিকটি খতিয়ে দেখেন জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন এবং 'সিসিটিভি'র সাহায্যে নজরদারি চালানো হয় । কিন্তু গতবারের মতো এবারও বাধ সেধেছে করোনা ।
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের শিবতীর্থ জল্পেশ ধাম। প্রতি বছর শ্রাবণ মাসের গুরুপূর্ণিমা উপলক্ষে মেলা বসে জল্পেশ মন্দির চত্বর সহ মেলার মাঠে । রবিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের জল্পেশের শ্রাবণী মেলা । এবছর বন্ধ মেলা , ভক্তদের জন্য মন্দিরে প্রবেশ দ্বার খোলা থাকছে বলে স্পস্ট জানালেন মন্দির কমিটির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব।
মন্দির কমিটির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব বলেন, 'করোনার জেরে বন্ধ এবছরের শ্রাবণী মেলা । ভক্তদের জন্য খোলা থাকছে মন্দিরের প্রবেশ দ্বার । তবে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের মন্দিরে প্রবেশ করতে হবে । দশজন করে মন্দিরে প্রবেশ করতে পারবে । গৌরীপীঠ স্পর্শ করতে পারবে না ভক্তরা । দূর থেকে জল ঢেলে চলে যেতে হবে । নিরাপত্তার দিকটি ক্ষতিয়ে দেখবে প্রশাসন এবং মন্দির কমিটির ভলান্টিয়ার্সরা । গতবছর শ্রাবণী মেলা বন্ধ থাকায় প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে । এরকম পরিস্থিতিতে আমরা কোনদিনও পড়িনি । এবছরও যদি সেরকম হয় আমরা রসাতলে চলে যাব । কিভাবে মন্দিরের কর্মচারীদের বেতন এবং কিভাবে চলবে তা নিয়ে আমরা সমস্যায় আছি । এবছর মন্দির প্রবেশের টিকিট থাকছে কুড়ি টাকা এবং স্পেশাল টিকিট একশো টাকা ।'
একটি মন্তব্য পোস্ট করুন