প্রশাসনের উদ্যোগে জীবাণুমুক্ত করা হলো ডোমজুর বাজার এলাকাকে

প্রশাসনের উদ্যোগে জীবাণুমুক্ত করা হলো ডোমজুর বাজার এলাকাকে

sanitizer spray



নিজস্ব প্রতিনিধি, হাওড়া: করোনা সংক্রামণের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। 

অন্যদিকে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও বিভিন্ন জনবহুল এলাকায় চলছে জীবাণুমুক্ত করার কাজ। আর তারই অঙ্গ হিসাবে শুক্রবার ডোমজুর বাজার থেকে বেগরী বাজার পর্যন্ত জনবহুল এলাকা গুলিকে জীবাণুমুক্ত করলো দমকল বাহিনী। 

এদিন দমকল বাহিনীর কর্মীরা গোটা এলাকায় ছড়ায় জীবাণুমুক্ত স্প্রে। এদিকে বাজার সহ জনবহুল এলাকা গুলি প্রশাসনের উদ্যোগে জীবাণুমুক্ত হওয়ায় খুশি এলাকার বাসিন্দা থেকে ব্যাবসায়ীরাও। 

প্রসঙ্গত গত বৃহস্পতিবারও ডোমজুরের বিভিন্ন এলাকাকে জীবাণুমুক্ত করা হয়।

0/Post a Comment/Comments